Tuesday, February 12, 2019

এসএসসি কিংবা এইচএসসি ফরমপূরণে বেশি টাকা নিলে করনীয়!


শিক্ষা প্রতিষ্ঠানে SSC কিংবা HSC পরীক্ষার ফরমপূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর চেয়ে বেশি টাকা নিলে ১০৬ তে কল করে দুদক টিম কে অবহিত করুন। বিস্তারিত তথ্য ফটো পোস্টে→

ভালো থাকুন | School of Awareness

বাজারের কৃত্রিম মেহেদি ব্যবহারে সতর্ক থাকুন!


প্রথমে ছবিটি দেখুন; হাত-পায়ের এই অবস্থা! বাজারের আর্টিফিশিয়াল মেহেদি'র সঙ্গে স্কিনের প্রতিক্রিয়াজনিত কারনে এমনটি হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন চিকিৎসা নেবার জন্য। জীবন বাঁচানোর জন্য মেয়েটির চার হাত-পা কেটে ফেলতে হয়েছে।

দয়াকরে এইসব টিউব মেহেদি সম্পর্কে সাবধান থাকুন। 
ছবিটি দিয়ে আমাদের কৃতার্থ করেছেন ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন পরিচালক ব্রিগেডিয়ার জেনেরাল ডা. এম এ শহীদ খান (রিটায়ার্ড)।
(সংগৃহীত)

অনুগ্রহ করে তথ্যটি শেয়ার করুন।

ভালো থাকুন | School of Awareness

MCI এর ছদ্মবেশী ISI গ্রুপ হতে সতর্ক থাকুন, জেনে নিন বিস্তারিত→


যদি কেউ বাড়িতে এসে বলে যে তারা MCI (Medical Council of India) থেকে এসেছে একটা সমীক্ষা করতে যে— সারা ভারতবর্ষে কত লোকের ব্লাড সুগার আছে সেটা জানার জন্য তারা সরকারিভাবে বাড়ি বাড়ি গিয়ে ব্লাড টেস্ট করতে এসেছে। ID কার্ড দেখালেও কিছু টেস্ট করতে দেবেন না।
কিছু ISI জঙ্গী এগুলো করছে আর HIV ভাইরাসের জীবানু ইনজেকশন দিয়ে দিচ্ছে লোকের শরীরে। এরকম হলে থানায় ফোন করে জানান। তথ্যটি শেয়ার করুন।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

Friday, February 8, 2019

আবাসিক হোটেলগুলোর প্রতি ডিএমপি’র ৮ দফা নিরাপত্তা নির্দেশনা!

নিরাপত্তা বুলেটিন!

নিরাপত্তা জোরদার করতে রাজধানীর আবাসিক হোটেলে বোর্ডারদের এন্ট্রি করার ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পক্ষ থেকে আট দফা নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে ।
ঢাকা মহানগরকে জঙ্গিমুক্ত করার অংশ হিসেবে ঢাকায় বসবাসরত ভাড়াটেদের তথ্য সংগ্রহ করা হয়েছে। কিন্তু রাজধানীর আবাসিক হোটেলে আগতদের তথ্য সংগ্রহ, তাদের শরীর ও লাগেজ তল্লাশি ইত্যাদি কার্যক্রম সচল না থাকলে সন্ত্রাসীরা নির্বিঘ্নে আবাসিক হোটেলগুলোতে আশ্রয় নেওয়ার সুযোগ পাবে।

হোটেলে কোন বোর্ডারকে এন্ট্রি করার ক্ষেত্রে নিম্নলিখিত নিরাপত্তা নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ডিএমপি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:-
১. বোর্ডার এন্ট্রির সময় তার ছবি তুলতে হবে, জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের কপি সংগ্রহ করতে হবে।
২. বোর্ডারের পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিপিবদ্ধ করতে হবে। প্রদত্ত ফোন নাম্বারে তাৎক্ষণিক কল করে এর সঠিকতা যাচাই করতে হবে।
৩. আর্চওয়ে দিয়ে দেহ তল্লাশি করতে হবে। আর্চওয়ে না থাকলে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করতে হবে। বোর্ডার যতবার হোটেলে প্রবেশ করবে ততবারই দেহ তল্লাশি করতে হবে।
৪. সকল লাগেজ, লাগেজ স্ক্যানার দিয়ে চেক করতে হবে। স্ক্যানার না থাকলে ম্যানুয়াল চেকের ব্যবস্থা করতে হবে।
৫. বোর্ডার হোটেলে অবস্থানকালে যতবার লাগেজ, ব্যাগ, মালামাল নিয়ে প্রবেশ করবে ততবারই উক্ত লাগেজ, ব্যাগ, মালামাল স্ক্যান/ম্যানুয়াল চেক করতে হবে।
৬. বোর্ডারের নিকট কোন অতিথি আসলে অনুরুপভাবে তার দেহ ও ব্যাগ তল্লাশি করতে হবে।
৭. সিসি ক্যামেরা (রাত্রিকালীন ছবি ধারণ ক্ষমতা সম্পন্ন) স্থাপন করতে হবে এবং হোটেলের চারপার্শ্বে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।
৮. ভেহিকেল স্ক্যানার দিয়ে গাড়ি চেকিংয়ের ব্যবস্থা করতে হবে।
তথ্যসূত্রঃ ডিএমপিনিউজ
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

Thursday, February 7, 2019

পটকা খেতে সাবধান হোন। নতুবা মৃত্যুর ঝুঁকি!

সায়ানাইডের চেয়েও ভয়ঙ্কর পটকার বিষ!

বিশেষজ্ঞরা বলছেন, পটকা কোনভাবেই খাওয়া উচিত নয়। পটকার মধ্যে "টেকটাডোটক্সিন" নামক এক ধরণের বিষ থাকে। একটি পূর্ণাঙ্গ পটকা মাছের বিষে ৩০ জন মানুষের মৃত্যু ঘটতে পারে।
জানা যায়, পটকা এক ধরণের মাছ। আর এর বিষ সায়ানাইডের চেয়ে ১ হাজার ২০০ গুণ বেশি বিষাক্ত।
মৎস্যবিজ্ঞানীরা জানান, টেট্রাওডোনটাইড (Tetraodontidae) পরিবারের এ মাছের ইংরেজি নাম পাফার ফিশ। জাপানে পটকাকে বলা হয় ফুগু (Fugu)। বাংলাদেশে সাধারণত সাদুপানির ও লোনাপানির−এই দুই ধরনের পটকা মাছ পাওয়া যায়। সাদু পানির পটকা আকারে লোনাপানির পটকার চেয়ে অনেক ছোট হয়।
মৎস্যবিজ্ঞানীরা আরও জানান, ‘আমাদের দেশে সাদুপানিতে এ পর্যন্ত দুই প্রজাতির পটকা পাওয়া গেছে। এদের বৈজ্ঞানিক নাম টেট্রাওডন কটকটিয়া (Tetraodon cutcutia ও চেলোনোডন পাটুকা (Chelonodon patoca)। জাপান সমুদ্রে এ পর্যন্ত ২১ প্রজাতির পটকা পাওয়া গেছে। এর মধ্যে ১৪ প্রজাতিই বিষাক্ত। বাংলাদেশেও সামুদ্রিক পটকার প্রজাতির সংখ্যা ২০ বা এর কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পটকা খেয়ে জাপানে সবচেয়ে বেশি লোক মারা যায়। এ ছাড়া কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, চীন, মেক্সিকো, বাংলাদেশসহ অনেক দেশে এই মাছ খেয়ে মানুষের মৃত্যু হচ্ছে। জাপানিদের কাছে এটি অত্যন্ত সুস্বাদু ও অভিজাত খাবার। অনেক জাপানি পটকাকে কাজের উদ্যম সৃষ্টির প্রতীক হিসেবে মনে করে। তবে কেবল লাইসেন্সধারী অভিজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রক্রিয়াজাত করে এই মাছ বিক্রি করে থাকে।
তথ্যসূত্রঃ ইন্টারনেট
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

Wednesday, February 6, 2019

সাবধান, এসেছে বিষাক্ত একপ্রকার ঘাতক প্রজাপতি!


বাংলাদেশে সম্প্রতি দেখা দিয়েছে এক প্রজাতির বড় আকারের প্রজাপতি যা মানুষের জন্য প্রাণঘাতী। শখের বসে এই জাতের প্রজাপতির কাছে যাওয়া, ধরতে যাওয়া ইত্যাদি থেকে বিরত থাকুন। ছবিতে দেখুন বিস্তারিত।

ভালো থাকুন | School of Awareness

Friday, February 1, 2019

সাম্প্রতিক হুমকি "প্যারাসিটামল P-500"!


একটু সাবধানতা অবলম্বন করি!
বাজারে "প্যারাসিটামল P-500" নামের নতুন একটি ট্যাবলেট এসেছে যাতে "ম্যাচাপু" নামের মারাত্মক এক ভাইরাস পাওয়া গেছে। ঔষুধটি খাবার পর পরই আপনার শারীরিক অবকাঠামো এবং পুরো শরীরটাতে পচন ধরে যাবে।

জনস্বার্থে তথ্যটি পরিবার পরিজনদের জানানোর অনুরোধ রইলো। সেই সঙ্গে আপনার নিকটস্থ ঔষুধের দোকানগুলো পর্যবেক্ষন করেন যাতে এমন ঔষুধ কেউ বিক্রি করতে না পারে।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness