যদি কেউ বাড়িতে এসে বলে যে তারা MCI (Medical Council of India) থেকে এসেছে একটা সমীক্ষা করতে যে— সারা ভারতবর্ষে কত লোকের ব্লাড সুগার আছে সেটা জানার জন্য তারা সরকারিভাবে বাড়ি বাড়ি গিয়ে ব্লাড টেস্ট করতে এসেছে। ID কার্ড দেখালেও কিছু টেস্ট করতে দেবেন না।
কিছু ISI জঙ্গী এগুলো করছে আর HIV ভাইরাসের জীবানু ইনজেকশন দিয়ে দিচ্ছে লোকের শরীরে। এরকম হলে থানায় ফোন করে জানান। তথ্যটি শেয়ার করুন।
(সংগৃহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment